বিজ্ঞাপন

সংসদে চুন্নুর ঘোষণা— ৩০০ আসনেই প্রার্থী দেব

June 22, 2023 | 10:24 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি কারও সঙ্গে জোটবদ্ধ হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘জাতীয় পার্টি চারবার আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। আর নয়, আগামীতে জাতীয় পার্টি তিনশ আসনেই প্রার্থী মনোনয়ন নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে তিনি আরও বলেন, ‘আমি স্পষ্ট ভাষায় বলতে চাই— জাতীয় পার্টি একটি আলাদা দল, তাদের একটি প্রতীক আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই মনোনয়ন দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে। কারও পক্ষে-বিপক্ষে যাওয়ার কোনো প্রয়োজন নেই।’

সরকারের ত্রুটি ধরিয়ে দিতে গেলে জাতীয় পার্টিকে সমালোচনার মুখে পড়তে হয় বলে উল্লেখ করেন মহাজোট সরকারের সাবেক প্রতিমন্ত্রী চুন্নু বলেন, “অনেকে আমাদেরকে বলেন আপনারা সরকারের সমালোচনা করেছেন— আপনারা কী বিএনপির দিকে চলে গেছেন? সরকারের সমালোচনা করা, ত্রুটি তুলে ধরা আমার দলের রাজনীতি। কিন্তু এটি করলে আপনি কেন ভাবেন বিএনপিতে যাবে কিনা? আবার সরকারের পক্ষে বললে, বিএনপি ভাবে আমরা সরকারে যাব কিনা? ‘নো’, আমরা কারো সঙ্গে যেতে চাই না।’ আমরা জনগণের ওপর আস্থা রেখেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।”

জাপা মহাসচিব বলেন, ‘আমরা ২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচন করে সরকার গঠন করি। তিনটি মন্ত্রীও উনি দেন। তারপরে একাদশ সংসদ নির্বাচনেও আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নির্বাচন করে দেশকে অগ্রণতান্ত্রিক পরিস্থিতি থেকে বাঁচাই। তিন তিনবার এভাবে আওয়ামী লীগকে সহায়তা করেছি, তারপরে সরকারি দলের নেতারা নানা মন্তব্য করেন। আমরা তো বিরোধীদল, আমরা তো সরকারের বিরোধিতা করব। আমরা বিএনপিতে গেছি কিনা সেই প্রশ্নও অনেকে তুলছেন। আমরা আর কারও পক্ষে বিপক্ষে যেতে চাই না। জাতীয় পার্টি নিজস্ব শক্তিতে এগিয়ে যাবে।’

বিজ্ঞাপন

জাতীয় পার্টির ভূমিকার কথা তুলে মুজিবুল হক চুন্নু বলেন, ‘১৯৯৬ সালে যখন নির্বাচন হয় তখন আওয়ামী লীগ ১৫১টি আসন পায়নি। তখন বিএনপি সরকার, বেগম জিয়া জেল কোড ভঙ্গ করে আমাদের চারজন নেতাকে জেলখানায় পাঠিয়েছিল। সেদিন তারা প্রস্তাব দেন রওশন এরশাদ প্রধানমন্ত্রী হবেন, আমরা আপনাদের সাপোর্ট দেব। সেদিন জি এম কাদের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে আলাপ করে বলেছিলেন, না বিএনপিকে সাপোর্ট দেওয়া যাবে না, তারা স্বাধীনতাবিরোধী শক্তি, আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের মূল শক্তি তাদেরকে আমরা সাপোর্ট দেব, ক্ষমতায় আনব। আমরা তাই করেছিলমি। যে দল এরশাদ সাহেবকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনেনি, যে দল এরশাদ সাহেবের সঙ্গে মিসবিহ্যাব করেছিল, আমরা তাদের সাপোর্ট দিতে পারি না।’

তিনি আরও বলেন, ‘২০১৪ সালে কেউ যখন নির্বাচন না করার ঘোষণা দিলো আমরা নির্বাচনে গেছি। নির্বাচন করে আমরা দেশকে অগ্রণতান্ত্রিক পরিস্থিতি থেকে বাঁচাই। তিনবার এভাবে সহায়তা করেছি আওয়ামী লীগকে, তারপরে এসব কথা কেন বলবেন?’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন