বিজ্ঞাপন

গণহত্যার দায়ে অভিযুক্ত হতে পারেন সু চি

December 18, 2017 | 3:18 pm

সারবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনাবাহিনীর নির্যাতনের কারণে অং সান সু চি গণহত্যার দায়ে অভিযুক্ত হতে পারেন বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ রাদ আল হুসাইন।

বিবিসিকে দেয়া সাক্ষাতকারে হুসাইন বলেন, রাখাইনে চলমান সহিংসতায় অং সান সু চি ও দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং আন্তর্জাতিক আদালতে কোনোদিন গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি হলে অবাক হওয়ার কিছু নেই।

তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর হত্যা, অগ্নিসংযোগ এবং ধর্ষণের মত অমানবিক নির্যাতন চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী।

বিজ্ঞাপন

এ দিকে আজ যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে জানিয়েছে, মিয়ানমার রাখাইন রাজ্যে গত দুইমাসে ৪০টি গ্রাম পুড়িয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী। ২৫শে আগস্টের পর রাখাইনে এখন পর্যন্ত ৩৫৪টি গ্রাম আংশিক কিংবা পুরোপুরি জ্বালিয়ে দেয়া হয়েছে। জীবন বাঁচাতে সাড়ে ৬ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

সারাবাংলা/ এমএইচটি

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন