বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের (নূর-রাশেদ) কাউন্সিল ১০ জুলাই

July 6, 2023 | 5:43 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: গণঅধিকার পরিষদের (নূরুল হক-রাশেদ খান) জাতীয় কাউন্সিল আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ জুলাই) রাজধানীর পুরানা পল্টনের প্রীতম জামান টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন দলটির কাউন্সিল ও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন দলের যুগ্ম আহ্বায়ক এবং প্রধান নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম।

জাতীয় কাউন্সিলের জন্য দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর তিন সদস্য হলেন- মাহবুব জনি, তৌফিক শাহরিয়ার ও তোফাজ্জল হোসেন।

গণঅধিকার পরিষদের দুইস্তর বিশিষ্ট কমিটির মধ্যে উচ্চতর পরিষদের ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক/আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়া ১৩টি সদস্য পদে নির্বাচন হবে। এছাড়াও জাতীয় পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক/আহ্বায়ক ও সদস্য সচিবের দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

নির্বাচনে দলের উচ্চতর পরিষদের ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক/আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়া ১৩টি পদের সদস্য নির্বাচিত করতে দলের কেন্দ্রীয় কমিটির ১২১ জন সদস্য ভোট দেবেন। আর ১৩টি পদের নির্বাচিত সদস্যরা সভাপতি ও সাধারণ সম্পাদক/আহ্বায়ক ও সদস্য সচিব নির্বাচিত করবেন।

এর বাইরে জাতীয় পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক/আহ্বায়ক ও সদস্য সচিবের দুটি পদের প্রতিনিধি নির্বাচিত করতে দলের কেন্দ্রীয় কমিটির ১২১ জন সদস্য এবং ৫৪টি জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক/আহ্বায়ক ও সদস্য সচিব ভোট দেবেন।

তফসিল ঘোষণা করে দলের যুগ্ম আহ্বায়ক এবং প্রধান নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম বলেন, ‘গত ১ জুলাই গণঅধিকার পরিষদের বিশেষ জরুরি সভায় দলের চলমান সংকট নিরসনে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে দলের কাউন্সিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ১০ জুলাই দলের প্রথম কাউন্সিলের দিন ঠিক করা হয়। সেই কাউন্সিলের জন্য গত ২ জুলাই একটি বিশেষ প্রস্তুতিমূলক সভা আয়োজন করা হয়। ওই সভায় নির্বাচন আয়োজনের জন্য আমাকে (দলের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম) প্রধান করে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। সেই অনুযায়ী আজ তফসিল ঘোষণা করা হলো।’

বিজ্ঞাপন

আরিফুল ইসলাম বলেন, ‘আজ (৬ জুলাই) থেকে ৭ জুলাই দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। আগামী ৮ জুলাই মনোনয়ন যাচাই-বাছাই শেষ এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রচারণার শেষ সময় ৯ জুলাই বিকেল ৪টা পর্যন্ত। আগামী ১০ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দলের উচ্চতর পরিষদের ভোট গ্রহণ এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।’

যেকোনো দাবি-দাওয়া নির্বাচন কমিশন সাদরে গ্রহণ করবে উল্লেখ করে আরিফুল বলেন, ‘এই কাউন্সিলে নির্বাচন কমিশন সর্বোচ্চ নিরপেক্ষ থাকবে এবং সংশ্লিষ্ট সবপক্ষের যেকোনো আপত্তি ও দাবি-দাওয়া নির্বাচন কমিশন গ্রহণ করতে সর্বদা প্রস্তুত।’

নির্বাচনে অনলাইন ও অফলাইনে ভোট দেওয়া যাবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা বলতে চাই সবপক্ষ আসুন, আলোচনায় বসুন, কথাবার্তা বলুন এবং আমরা সবাই মিলে একটি চমৎকার নির্বাচন করি এবং গণঅধিকার পরিষদের প্রথম কাউন্সিলকে সফল করি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন