বিজ্ঞাপন

চট্টগ্রামে গণতন্ত্র মঞ্চের পদযাত্রায় হামলা

July 18, 2023 | 8:34 pm

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা কয়েকটি রাজনৈতিক দলের জোট ‘গণতন্ত্র মঞ্চের’ পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গণতন্ত্র মঞ্চের নেতারা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এ হামলার সঙ্গে জড়িত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে নগরীর কোতোয়ালী থানার বিআরটিসি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান জোটভুক্ত দল গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমি।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ভাসানী অনুসারী পরিষদ মিলে গঠিত ‘গণতন্ত্র মঞ্চ’ বিএনপির সঙ্গে সারাদেশে যুগপৎ আন্দোলন করে আসছে।

হাসান মারুফ রুমী সারাবাংলাকে বলেন, ‘আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা করছিলাম। বিআরটিসি এলাকায় সমাবেশের সময় স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতারা আমাদের নেতাকর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে।’

বিজ্ঞাপন

‘এতে জোটভুক্ত বিভিন্ন দলের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। গণসংহতি আন্দোলনের জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জাহিদুল আল জাহিদের মাথা ফেটে গেছে, সে বুকেও মারাত্মক ব্যাথা পেয়েছে। আমিও পিঠে-মাথায় আঘাত পেয়েছি। অপূর্ব নাথ, নাগরিক ঐক্যের স্বপন মজুমদার, জেএসডির জবিউল ইসলাম ও শেখ মঈনুল আহত হয়েছেন। আমরা এখন হাসপাতালে আছি।’

জানতে চাইলে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) রুবেল হাওলাদার সারাবাংলাকে বলেন, ‘বিআরটিসি এলাকায় যে তারা প্রোগ্রাম করবে, সেটা আমাদের জানায়নি। মারামারির তথ্য আমাদের কাছে নেই। ঘটনা শোনার পর সত্যতা যাচাইয়ের জন্য আমাদের একটি টিম গিয়েছিল। কিন্তু তখন সেখানে কেউ ছিল না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এনএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন