বিজ্ঞাপন

‘মার্কিন যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না’

August 3, 2023 | 3:12 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিটার হাস।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না। আমরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। সেখানে কোনো সংঘাত হবে না। সরকার, মিডিয়া, সুশীল সমাজ, অন্যান্য রাজনৈতিক দল সবাই তাদের ভূমিকা রাখতে পারবে।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা ভাবছি না।

এর আগে, সকাল সোয়া ১১টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন পিটার হাস। আওয়ামী লীগের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠকে সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদসহ কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত উপস্থিত ছিলেন।

অপরদিকে, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দূতাবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এনইউ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন