বিজ্ঞাপন

‘সাইবার নিরাপত্তা আইন না পড়েই বিএনপি নেতারা মন্তব্য করছেন’

August 8, 2023 | 2:15 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপি নেতারা সাইবার নিরাপত্তা আইন না পড়েই কথা বলছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সাইবার নিরাপত্তা আইন আরও বিপজ্জনক হবে বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর প্রতিক্রিয়ার জবাবে পাল্টা মন্তব্য করেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘ওনারা আইনটি পড়েননি, বোঝেন নাই। জিনিসটা না পড়ে মন্তব্য করেছেন।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ আগস্ট) সচিবালয়ে দুপুরে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় আইনটি নিয়ে আইনজীবীদের করা মন্তব্যেরও জবাব দেন তিনি। তিনি বলেন, ‘ওনারা আমাদের কোনো পদক্ষেপেই ভাল মনে করেন না, কিন্তু দেশের ভাল হয় আমাদের পদক্ষেপে।’

আনিসুল হক আরও বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে যেসব টেকনিক্যাল ধারাগুলো ছিল সাইবার সিকিউরিটি অ্যাক্টের মধ্যেও সেই টেকনিক্যাল ধারাগুলো আছে। সেজন্য সব সময় বলে এসেছি এটা পরিবর্তন হয়েছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংশোধনও হয়নি, আবার সম্পূর্ণভাবে রহিত করা হয়নি, পরিবতর্ন হয়েছে। পরিবর্তনগুলো এতো বেশি ছিল যে তখন যদি এই নামটা রাখতাম তাহলে নাম হতো ডিজিটাল সিকিউরিটি সংশোধিত আইন। যখনই ডিজিটাল নিরাপত্তা আইন পড়তে হতো তখনি ডিজিটাল নিরাপত্তা সংশোধিত আইনটাও দেখতে হতো। এটা কনফিউজিং হতো। সেজন্যই এটাকে সম্পূর্ণ পাল্টিয়ে নতুনভাবে সাইবার নামটি রাখা হয়েছে এর ব্যাপ্তি বাড়ানোর জন্য। সেজন্য এটাকে সাইবার নিরাপত্তা আইন বলে নাম দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন পাস করে সরকার। গত পাঁচ বছরে আইনটি সবচেয়ে বেশি ব্যবহার হতে দেখা গেছে ভিন্নমতের রাজনীতিক, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে। যা নিয়ে দেশে-বিদেশে আলোচনা-সমালোচনা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এনএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন