বিজ্ঞাপন

সাতকানিয়ায় প্রাণহানির ঘটনায় তদন্ত কমিটি

May 14, 2018 | 4:10 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।। 

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়ায় ইফতার সামগ্রী নিতে হুড়োহুড়ি আর গরমে অসুস্থ  ১০ নারীর মৃত্যুর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যেই এই তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

সোমবার (১৪ মে) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন সারাবাংলাকে বলেন,চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাশহুদুল হকের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিতে একজন পুলিশ কর্মকর্তা,  সিভিল সার্জন ছাড়াও জনপ্রতিনিধিকে রাখা হয়েছে।

এই  তদন্ত কমিটি আগামী ৭ দিনের মধ্যেই প্রতিবেদন জমা দেবেন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক জানান, প্রাথমিকভাবে আয়োজকদের অব্যবস্থাপনা ছিল বলে ধারণা করছেন তারা। এ ছাড়া হিট স্ট্রোকেই ১০ জনের মৃত্যু ঘটেছে বলেও জানান তিনি।

সারাবাংলা/আরডি/জেডএফ

ইফতার সামগ্রী নিতে গিয়ে ১০ নারীর মৃত্যু

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন