বিজ্ঞাপন

আইসিসি’র দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নাসির

September 19, 2023 | 4:38 pm

স্পোর্টস ডেস্ক

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে নাসির হোসেন। তবে নিয়মিতই খেলছেন ঘরোয়া ক্রিকেট। এছাড়াও ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটেও অংশগ্রহণ করছেন নাসির হোসেন। এবার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা’র (আইসিসি)। আইসিসি’র দুর্নীতি দমন কমিশনের তিনটি ধারা ভেঙেছেন নাসির।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) অফিসিয়াল একটি বিবৃতিতে নাসিরের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারটি জানিয়েছে আইসিসি। তবে নাসির হোসেন একাই নয়, তার সঙ্গে আরও ৮ খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ এনেছে আইসিসি। তবে এই ৮ অভিযুক্ত ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা এখনো জানায়নি আইসিসি।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-১০ লিগে পুনে ডেভিলসের হয়ে খেলতে গিয়েছিলেন নাসির হোসেন। সেখানেই সন্দেহভাজন ব্যক্তির থেকে উপহার নিয়েছেন এমন অভিযোগ এনেছে এমেরেটস ক্রিকেট বোর্ড।

আইসিসি’র দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, ২০২১ সালে আবু ধাবি টি-১০ লিগে এই খেলোয়াড়রা উপহার নিয়ে মাঠের খেলার ফলাফলে প্রভাব রাখে।

বিজ্ঞাপন

নাসিরের বিপক্ষে আনা অভিযোগ-

আইসিসি’র দুর্নীতি দমন আইনের

২.৪.৩ ধারা- যেখানে তিনি ৭৫০ ডলারের উপহার নিয়েছিলেন। দুর্নীতি দমন কমিশনকে তিনি উপহারের রিসিপ্ট দেখাতে ব্যর্থ হন।

বিজ্ঞাপন

২.৪.৪ ধারা- তার কাছে আসা সব প্রস্তাবের ব্যাপারে দুর্নীতি দমন কমিশনকে জানাতে ব্যর্থ হন।

২.৪.৬ ধারা-  দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে সম্পূর্ণ সহায়তা করতে চাননি বা ব্যর্থ হয়েছেন তিনি।

নাসির ছাড়া আরও যারা অভিযুক্ত হয়েছেন। তারা হলেন, দলের মালিক কৃষান কুমার চৌধুরী, পরাগ সানঘভি। ব্যাটিং কোচ আশার জাইদি। ঘরোয়া ক্রিকেটার রিজওয়ান জাভেদ, সালিয়া সামান। অ্যাসিস্ট্যান কোচ সানি ধিলন। আর টিম ম্যানেজার সাদাব আহমেদ।

 

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন