বিজ্ঞাপন

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৮ম শ্রেণির শিক্ষার্থী নিহত

October 27, 2023 | 9:46 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

দিনাজপুর: জেলার ঘোড়াঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাব্বির (১৩) নামে ৮ম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার সৌলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জাান আসাদ এ তথ্য নিশ্চিত করেন। নিহত সাব্বিরের পিতা রাণীগঞ্জ বেসরকারি সংস্থা পদক্ষেপ’র একজন ক্যাশিয়ার। তার নিজ বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী থানার মহিশমারি গ্রামে।

সরেজমিনে দেখা গেছে, ন্যাশনাল বিদ্যা পীঠের তিন শিক্ষার্থী মোটরসাইকেলে করে রাণীগঞ্জ থেকে ভাদুড়িয়া যাওয়ার পথে সৌল নামক স্থানে পৌঁছিলে সামনে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এই সংঘর্ষে পিছনে থাকা সাব্বির ছিটকে সড়কের দিকে পরে গেলে দিনাজপুরগামী একটি ট্রাক তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর দুইজন রাস্তার পাশের দিকে পড়ে গিয়ে আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জাান আসাদ জানান, আমাদের একটি টিম ঘটনাস্থলে কাজ করছে। উদ্ধারকাজ সম্পন্ন করে ময়নাদন্তের জন্য হাসপাতালে পাঠানোসহ মামলা করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর/এনএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন