বিজ্ঞাপন

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ নারী দল ঘোষণা

October 30, 2023 | 1:23 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের চূড়ান্ত দলে অধিনায়ক যথারীতি নিগার সুলতানা জ্যোতি।

বিজ্ঞাপন

সোমবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে দল ঘোষণা করেছে বিসিবি। টি-টোয়েন্টি দলের মতো ওয়ানডে দলেও ফিরতে পারেননি অভিজ্ঞ সালমা খাতুন। স্টান্ড বাই হিসেবে রাখা হয়েছে তাকে।

সদ্য পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করল বাংলাদেশ। তাতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিশ্চয় ওয়ানডে সিরিজেও কাজে লাগবে। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজটা আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ নভেম্বর। বাকি দুই ম্যাচ যথাক্রমে- ৭ ও ১০ নভেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বিজ্ঞাপন

বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি ও সুলতানা খাতুন (ফিটনেস সাপেক্ষে)।

স্ট্যান্ড বাই: সালমা খাতুন, শরিফা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা।

চলতি ওয়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন