বিজ্ঞাপন

বাংলামোটরে বাসে আগুন

November 5, 2023 | 6:58 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির দ্বিতীয় দফায় ডাকা অবরোধের প্রথম দিনেই রাজধানী ঢাকার বাংলামোটরে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস আগুন নেভাতে কাজ করছে।

বিজ্ঞাপন

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলামোটর মোড়ে ওই বাসে আগুন লাগে। খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম আগুনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছায়।

এর আগে রোববার বিএনপির দ্বিতীয় দফায় অবরোধ ঘিরে গতকাল শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা থেকে আজ রোববার সকাল পর্যন্ত রাজধানী ঢাকাসহ সারাদেশে মোট ১০টি গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকায় সাতটি এবং নারায়ণগঞ্জ, গাজীপুর ও ভোলায় একটি করে বাস পুড়েছে আগুনে।

বিজ্ঞাপন

এ ছাড়া একই সময়ের মধ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের পার্টি অফিসে আগুন এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রাস্তার মোড়ে পরিত্যক্ত টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সারাবাংলা/ইউজে/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন