বিজ্ঞাপন

সংকট নিরসনে জাতীয় সংলাপের আহ্বান ড. কামালের

November 14, 2023 | 2:18 pm

স্পেশাল করসপন্ডেন্ট

ঢাকা: গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সংলাপ করার জন্য সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি জানান, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে তার দল নির্বাচনে অংশ নেবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গণফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

ড. কামাল হোসেন বলেন, ‘জাতীয় সংলাপ করে বিরাজমান সংকট নিরসন করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা সম্ভব। আর তা না হলে দেশের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। গণতন্ত্র বিপন্ন হতে পারে।’

এসময় দলটির নবনির্বাচিত সভাপতি মফিজুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, সভাপতি পরিষদের সদস্য এস এম আলতাফ হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ড. কামাল হোসেন বলেন, সবাইকে নিয়ে নির্বাচন করা দেশ ও জাতির জন্য মঙ্গল। জনগণকে ঐক্যবদ্ধ করে দেশের সকল সংকট নিরসন করা সম্ভব।

দেশ স্বাধীন করতে আপনার ভূমিকা রয়েছে। স্বাধীন দেশের নির্বাচনে ভিন দেশের হস্তক্ষেপ সম্পর্কে আপনার বক্তব্য কী— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন মাথা নাড়িয়ে বলেন, ‘দেশের মালিক জনগণ। জাতীয় ঐক্যের বিকল্প নেই।’

এর আগে ড. কামাল হোসেন সংবাদ সম্মেলনের শুরুতে বলেন, ‘জনগণ ক্ষমতার মালিক। দেশের গণতন্ত্র রক্ষার জন্য জনগণকে পাহারা দিতে হবে। জনগণকে এবং বিশেষ করে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। দুর্নীতি, সন্ত্রাসের হাত থেকে দেশ বাঁচাতে হবে।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান কেন্দ্রীয় কমিটির নেতাদের পরিচয় করিয়ে দিয়ে বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। গার্মেন্টস শ্রমিকরা ন্যায্য দাবি নিয়ে রাজপথে নেমেছে, তাদের গুলি করে হত্যা করা হচ্ছে। এসব দুঃখজনক ঘটনা।’

তিনি সরকারের কাছে নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

সারাবাংলা/এএইচএইচ/আইই

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন