বিজ্ঞাপন

কনস্টেবল হত্যা: বিএনপির ৪ নেতাকর্মী ৭ দিনের রিমান্ডে

November 22, 2023 | 7:01 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির মহাসমাবেশ থেকে কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যা মামলায় দলটির চার আসামির সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার (২২ নভেম্বর) মামলাটির তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিম গোয়েন্দা (মতিঝিল) বিভাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ পরিদর্শক মো. তরীকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ শুনানি শেষে এই রিমান্ড আদেশ দেন।

রিমান্ড যাওয়া আসামিরা হলেন-আমতলা ইউনিটের বিএনপির সেক্রেটারি মো. বাবুল মিয়া, আমতলা ইউনিটের বিএনপির সদস্য মো. মনির হোসেন, বাদল দাস ও মো. ইমরান।

বিজ্ঞাপন

গত ২১ নভেম্বর রাতে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন দায়িত্বরত কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যার করা হয়। পুলিশ বলছে, ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. আমান উল্লাহ।

নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলাম ডিএমপির সিটিটিসি বিভাগে চাকরিরত ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এনইউ

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন