বিজ্ঞাপন

২০২৪ এ ইতিহাসের সর্বোচ্চসংখ্যক টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ

December 31, 2023 | 6:10 pm

স্পোর্টস ডেস্ক

ঘড়ির কাটায় ১২টা বাজলেই বিদায় নেবে ২০২৩, আগমনী বার্তা শোনা যাবে নতুন বছরের। ২০২৩ সালে নিজেদের শেষ আন্তর্জাতিক ম্যাচ আজ মাউন্ট মঙ্গনুইতে খেলে ফেলেছে বাংলাদেশ। এই বছরের মতো আগামী বছরও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় পার করবেন সাকিব-শান্তরা। তিন ফরম্যাট মিলিয়ে ২০২৪ সালে ৪০টি ম্যাচ ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মাঝে টেস্ট আছে ১৪টি। আর এতেই হবে নতুন রেকর্ড। নিজেদের টেস্ট ইতিহাসে এক বছরে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক টেস্ট ম্যাচ। টেস্ট খেলুড়ে দেশের মাঝে ২০২৪ সালে তৃতীয় সর্বোচ্চ টেস্ট খেলবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর প্রতি বছরই সাদা পোশাকে মাঠে নেমেছে বাংলাদেশ। সাফল্য ব্যর্থতা মিলিয়ে এই ফরম্যাটে যাত্রা চলছে বাংলাদেশের। ২০২৩ সালে মাত্র ৪টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মাঝে তিনটিতেই এসেছে জয়। ২০২৩ সালের মতো ২০২৪ সালেও ঘরে-বাইরে বেশ কয়েকটি টেস্ট খেলবেন সাকিবরা। তবে এবারের সংখ্যাটা আগের ২৩ বছরের চেয়ে বেশি। আসছে বছরে মোট ১৪টি টেস্ট খেলবে বাংলাদেশ, যা তাদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ।

মার্চে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে দুটি টেস্ট খেলবেন সাকিবরা। এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। এই সিরিজে আছে দুটি টেস্ট। জুলাইয়ে বছরের প্রথম বিদেশ সফরে আফগানিস্তান যাবে বাংলাদেশ। সেখানে দুটি টেস্ট খেলবেন শান্তরা। এই সিরিজ শেষেই পাকিস্তানে যাবেন তারা। সেখানে শুধু দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।

পাকিস্তান সফর শেষে সেপ্টেম্বরে ভারতে যাবে বাংলাদেশ। সেখানে দুটি টেস্ট খেলবে তারা। ভারত সফর শেষে ঘরে ফিরে অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। বছরের শেষ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবেন সাকিবরা। সেখানে দুটি টেস্ট খেলবে তারা। সব মিলিয়ে মত ১৪ ম্যাচে সাদা পোশাকে মাঠে নামবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

২০২৪ সালে সবচেয়ে বেশি টেস্ট খেলবে ইংল্যান্ড। তাদের সূচিতে আছে ১৭টি টেস্ট। এরপরই আছে ভারত, তারা খেলবে ১৫টি টেস্ট। ১৪ ম্যাচ নিয়ে বাংলাদেশ আছে তৃতীয় স্থানে। ১৩ টেস্ট নিয়ে চতুর্থ স্থানে আছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা খেলবে ১০টি করে টেস্ট। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া খেলবে ৯টি করে টেস্ট।

সারাবাংলা/এফএম

Tags: , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন