বিজ্ঞাপন

সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে

January 1, 2024 | 4:15 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: শীতকাল শুরু হয়ে গেছে বেশ আগেই। তবে রাজধানীতে এখনও তীব্র শীত অনুভূত হয়নি। শীতের তীব্রতা না থাকলেও ভোরে ঘন কুয়াশা দেখা যায়। আগামী কয়েকদিন সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে। এতে ব্যাহত হতে পারে বিমান ও নৌ চলাচল। সেইসঙ্গে তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞাপন

সোমবার (১ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। আর সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ঘন কুয়াশার কারণে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, মঙ্গলবারও (২ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিনও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নৌ চলাচল এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। আর সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ঘন কুয়াশার কারণে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

বুধবার (৩ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিনও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝরি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দোশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নৌ চলাচল এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। আর সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। তবে শুক্রবার এ পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে।

বিজ্ঞাপন

সিনপটিক অবস্থা নিয়ে অধিদফতর বলছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের তেঁতুলিয়ায় সর্বনিম্ম তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুণ্ডে ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এনইউ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন