বিজ্ঞাপন

পাটুরিয়ায় ৯টি ট্রাকসহ ফেরি ডুবি, ৬ জনকে উদ্ধার

January 17, 2024 | 10:14 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

মানিকগঞ্জ: জেলার পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে বাল্কহেডের ধাক্কায় রজনীগন্ধা নামের ছোট একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় ফেরিতে থাকা ৯টি ট্রাক নদীর পানিতে ডুবে যায়। ঘটনাস্থল থেকে ছয়জনকে উদ্ধার করা হয়েছে। তারা সবাই ট্রাকের চালক ও হেলপার।

বিজ্ঞাপন

বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে আরিচা ঘাটের কাছে রজনীগন্ধা ফেরিটি ডুবে যায়। আরিচা ফায়ার স্টেশনের ডুবুরিদের তত্ত্বাবধায়নে উদ্ধারকাজ চলছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, পণ্য বোঝাই ছোট-বড় ৯টি ট্রাক পদ্মায় ডুবে গেছে। এ সময় ট্রাকের চালকরা সাতরিয়ে নদীর পাড়ে ওঠেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা রজনীগন্ধা ফেরিতে ছোট-বড় ৯টি পণ্যবাহী ট্রাক ছিল। পাটুরিয়া ফেরির কাছে ট্রাকগুলোসহ ফেরিটি ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিআইডব্লিটিসির সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

আরিচা ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান মোহাম্মদ রতন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ফেরিতে কাজ শুরু করেছেন। এখনো কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে উদ্ধার অভিযান শেষ হলে বিস্তারিত বলা যাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএ/এনএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন