বিজ্ঞাপন

ঐক্যবদ্ধ থাকতে হবে: ড. কামাল হোসেন

February 17, 2024 | 5:45 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন বলেছেন, ‘একুশের চেতনা এবং মর্যাদা রক্ষা করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আর আমরা ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্র পুনরুদ্ধার করা যাবে।’

বিজ্ঞাপন

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘একুশের উত্তরাধিকার এবং আজকের উপলব্ধি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আলতাব হোসেন।

কামাল হোসেন বলেন, ‘রাষ্ট্রের মালিক জনগণ। গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব হলে জনগণ তাদের অধিকার ফিরে পাবে।’

সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম বলেন, ‘গত ১৭ বছর দেশে গণতন্ত্র নেই। আওয়ামী লীগকে আজকে জনগণদর্শন লীগ। ২০২৪ সালে ৭ জানুয়ারি ডামি নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সংখ্যালঘুদের উপর নির্যাতন বাড়িয়ে দিয়েছে। আইনের শাসন নেই। বিরোধী দলের ওপর দমন নির্যাতন চালানো হচ্ছে।’

বিজ্ঞাপন

দৈনিক সমকালের উপ-সম্পাদক আবু সাঈদ খান বলেন, ‘এ দেশ শোষিতের দেশ। আজ ভোটাধিকার ও ছিনতাই হয়েছে। এবারের নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি। কিন্তু ভোট হয়ে গেছে। মুক্তিযুদ্ধের চেতনা আজও বাস্তবায়ন হয়নি। আওয়ামী লীগ এবং বিএনপি মুক্তিযুদ্ধের চেতনার ধারেকাছেও নেই। মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্র বাস্তবায়নের জন্য লড়াই করতে হবে।’

সারাবাংলা/এএইচএইচ/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন