বিজ্ঞাপন

সদরঘাটে হতাহতের ঘটনায় শাস্তি পাবেন দোষীরা: নৌ প্রতিমন্ত্রী

April 11, 2024 | 7:05 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে হতাহতের ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ এপ্রিল) নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

নৌ পরিবহণ প্রতিমন্ত্রী বলেন, ‘সদরঘাটে দুর্ঘটনা কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হবে এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে রশির আঘাতে পন্টুনে থাকা ৫ জন যাত্রী নিহত হওয়ার ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। পাশাপাশি নিহতদের আত্মার শান্তি কামনা করেন। এ ছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন
স্বাভাবিক সদরঘাট, চালু হয়েছে যাত্রী চলাচল
লঞ্চঘাটে মা-বাবার সঙ্গে প্রাণ গেল ৩ বছরের শিশুর
লঞ্চের দড়ির আঘাতে প্রাণ গেল ৫ জনের

সারাবাংলা/জেআর/একে

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন