বিজ্ঞাপন

রেফারির জঘন্য সিদ্ধান্তেই স্বপ্ন ভেঙেছে বার্সার: জাভি

April 17, 2024 | 8:59 am

স্পোর্টস ডেস্ক

প্রথম লেগে ৩-২ গোলের জয় নিয়ে অনেকটাই এগিয়ে ছিলেন তারা। ঘরের মাঠে ১২ মিনিটের মাথায় এগিয়ে গিয়ে ৪-২ ব্যবধানের লিডে সেমিতে এক পা দিয়ে রেখেছিল জাভির বার্সেলোনা। তবে ২৯ মিনিটে রেফারির এক সিদ্ধান্তের বদলে গেল পুরো ম্যাচের দৃশ্যপট। রোনাল্ড আরাহো লাল কার্ড দেখার পরেই ১০ জনের বার্সার বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পিএসজি। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয়ে অবিশ্বাস্যভাবেই সেমিতে পৌঁছে গেছেন এমবাপ্পেরা। ম্যাচ শেষে জাভি অনুমেয়ভাবেই ক্ষোভ ঝেড়েছেন রেফারির উপর। জাভি বলছেন, রেফারির একটি বাজে সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন- বার্সার মাঠে রোমাঞ্চকর জয়ে সেমিতে পিএসজি

পিএসজির বারকোলারকে বক্সের একটু বাইরে ফাউল করেন আরাহো। এতে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি ইসভান কোভাচ। ১০ জনের দলে পরিণত হওয়া বার্সা কিছুক্ষণ পরেই উঠিয়ে নেয় দুর্দান্ত খেলতে থাকা ইয়ামিল জামালকে। সেই থেকেই আর থিতু হতে পারেনি কাতালানরা। একের পর এক গোল হজম করে কোয়ার্টার থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। এর মাঝেই সাইডলাইনে থাকা জাভি ও বার্সার সহকারীও কোচ রামোনও লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন।

অবিশ্বাস্য হারের পর জাভি বলছেন, রেফারির জঘন্য সিদ্ধান্তেই হেরেছে বার্সা, ‘আমি অসম্ভব বিরক্ত এমন সিদ্ধান্তে। একটা লাল কার্ড পুরো ম্যাচ বদলে দিয়েছে। এর আগ পর্যন্ত আমরাই ম্যাচের নিয়ন্ত্রণে ছিলাম। আমার মতে সরাসরি লাল কার্ড দেখানো উচিত হয়নি। জঘন্য রেফারিং হয়েছে। আমিও তাকে বলেছি সে কি পরিমাণ জঘন্য সিদ্ধান্ত নিয়েছে। পুরো ম্যাচটাই শেষ করে দিয়েছে। রেফারির সিদ্ধান্ত নিয়ে আমি খুব একটা বলি না, কিন্তু এটা বলতেই হচ্ছে। ম্যাচের এমন মুহূর্তে ১০ জন নিয়ে খেলা সহজ কাজ না। একটা লাল কার্ড আমাদের স্বপ্ন ভেঙে দিয়েছে।’

বিজ্ঞাপন

May be an image of 7 people, people playing football, people playing soccer, cleats and text

ম্যাচের দ্বিতীয়ার্ধে রেফারির আরেকটি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন জাভি। জাভি অবশ্য নিজের এমন আচরণের জন্য ক্ষমাও চেয়েছেন, ‘এটা আমার ভুল ছিল, স্বীকার করতে হবে। আমি যা করেছি সেটা একদমই করা উচিত হয়নি।’

জাভি বলছেন, পিছিয়ে পড়েও ম্যাচে সমতা ফেরানো উচিত ছিল বার্সার, ‘গুন্দোয়ান, লেভান্ডভস্কিদের শটে আমাদের ম্যাচে ফেরা উচিত ছি। পুরো মৌসুমের কঠোর পরিশ্রম শুধুমাত্র একটা লাল কার্ডে শেষ হয়ে গেল।’

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এফএম

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন