বিজ্ঞাপন

রোববার সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকবে তাপপ্রবাহও

May 4, 2024 | 5:56 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগেই কম-বেশি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিরাজমান তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি বলছে, দেশের কোথাও কোথাও দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে, যে কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

শনিবার (৪ মে) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল রোববার (৫ মে) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন দেশের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সোমবার (৬ মে) ময়মনসিংহ, ঢাকা, ফুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। পরশু সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা বলছে, সারাদেশে সৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

এদিকে প্রচণ্ড গরমে জীবন বিপর্যস্ত মানুষের। বিশেষ করে খেটে খাওয়া মানুষের ক্ষতি হচ্ছে বেশি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন