বিজ্ঞাপন

ইরানে ৫ দিনের শোক ঘোষণা, রাইসির শেষকৃত্য আজ

May 21, 2024 | 10:26 am

আন্তর্জাতিক ডেস্ক

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শেষকৃত্য আজ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২১ মে) দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজ শহরে এই শেষকৃত্যের কথা জানিয়েছে রেভল্যুশনারি গার্ডস্-এর ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম তাসনিম।

বিজ্ঞাপন

এই দুর্ঘটনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানসহ হেলিকপ্টারের চালক-আরোহীর সবাই নিহত হয়েছেন।

স্টেট টিভি জানিয়েছে, রাইসিকে মাসহাদ শহরে দাফন করা হবে, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন।

এদিকে, আজ থেকে পাঁচদিনের শোক পালন করছে দেশটি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি এক আনুষ্ঠানিক বিৃবতিতে প্রেসিডেন্ট রাইসির স্মরণে পাঁচদিনের শোক ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রোববার (১৯ মে) ইরান-আজারবাইজান সীমান্তে আরাস নদীর ওপর দুই দেশের যৌথ উদ্যোগে নির্মিত একটি বাধ উদ্বোধনের পর হেলিকপ্টারে করে ফেরার পথে ঘন কুয়াশার মধ্যে দুর্ঘটনায় পড়েন রাইসি ও তার সফরসঙ্গীরা। সোমবার (২০ মে) তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিবিসির খবরে বলা হয়, প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ বিভিন্ন গোষ্ঠী। মিত্র দেশগুলোর নেতারা তাদের শোকবার্তায় রাইসির মৃত্যুতে বিশ্ব শান্তির জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেছেন।

আরও পড়ুন:

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন