বিজ্ঞাপন

উত্তাল সাগর, বেড়িবাঁধসংলগ্ন লোকালয় প্লাবিত

May 26, 2024 | 4:39 pm

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তাল সৃষ্ট ঢেউয়ের পানিতে প্লাবিত হচ্ছে নগরীর পতেঙ্গা এলাকায় বেড়িবাঁধসংলগ্ন লোকালয়। বেড়িবাঁধ উপচে পড়ার উপক্রম হয়েছে। পানি ঢুকে পড়ছে বাড়িঘর, দোকানপাটে।

বিজ্ঞাপন

রোববার (২৬ মে) দুপুর থেকে চট্টগ্রাম নগরীসহ আশপাশের এলাকায় দমকা হাওয়াসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এসময় তীব্র জোয়ারে ফুঁসে উঠে সাগরও। নগরীর পতেঙ্গার আকমল আলী রোডে বেড়িবাঁধসংলগ্ন জেলেপাড়ার অনেকাংশ এতে প্লাবিত হয়। ডুবে যায় অধিকাংশ ঘর। ভাসিয়ে নিয়ে যায় বেশকিছু মাছ ধরার নৌকা।

তবে ঘূর্ণিঝড় রেমালের আঘাতের আশঙ্কায় সকাল থেকেই পাড়ার স্থানীয় বাসিন্দারা ঘরের গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে নিরাপদে চলে যেতে শুরু করেন। জেলেদেরকে তাদের মাছ ধরার নৌকা ও জাল নিয়ে অন্য স্থানে যেতে দেখে যায়। স্থানীয়দের আশঙ্কা, ঘূর্ণিঝড় আঘাত হানলে পানি আরও বেড়ে জলোচ্ছ্বাস সৃষ্টি হতে পারে। এজন্য দুপুরের পর অনেককে বেড়িবাঁধসংলগ্ন এলাকা থেকে দোকানপাট গুটিয়ে চলে যেতে দেখা যায়।

স্থানীয় দোকানি রহমান সিকদার সারাবাংলাকে বলেন, ‘ঘূর্ণিঝড় ইয়াসের সময় আমার অনেক ক্ষতি হয়েছিল। দোকানের অনেক জিনিসপত্র পানিতে চলে গিয়েছিল। সে ক্ষতি এখনও পোষাতে পারিনি। এবারের ঘূর্ণিঝড় এর থেকেও বেশি শক্তিশালী বলছে সবাই। সাধারণ জোয়ারে এত পানি হয় না। রাতে পানি আরও বাড়তে পারে। তাই সব জিনিসপত্র ওপরে নিয়ে যাচ্ছি।’

বিজ্ঞাপন

মৎস্য ব্যবসায়ী মো. আলী সারাবাংলাকে বলেন, ‘পানি বাড়ছে। রাতে আরও বাড়তে পারে। ঘূর্ণিঝড় এখনও বাংলাদেশে আঘাত করেনি। আঘাত করলে পানির স্রোত আর বেশি হবে। আড়তের যা ছিল সব ওপরে তুলে নিচ্ছি।’

রেডক্রিসেন্টের জোনাল কো-অর্ডিনেটর তৌসিফ রেজওয়ান সারাবাংলাকে বলেন, ‘মূল বাঁধের এখনও কোনো ক্ষতি হয়নি। তবে সংলগ্ন বিভিন্ন ঘেরের বাঁধের একাংশ ভেঙ্গে পড়েছে। জেলেপাড়ার ভেতরে পানি ঢুকে গেছে। কিছু ঘরবাড়ি প্লাবিত হয়েছে। জেলেপাড়ার অনেকেই নিরাপদ স্থানে চলে গেছেন। বাকি যারা আছেন, তারাও সন্ধ্যার মধ্যে চলে যাবেন। আমরা গত (শনিবার) রাত থেকে মাইকিং করছি। আমাদের সদস্যরা এখনও মাইকিং করছে। জিনিসপত্র নিতে সহযোগিতা করছে।’

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় ১৯.৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯.৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। এটি আজ (২৬ মে) সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ২৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ (রোববার) সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ মোংলার নিকট দিয়ে সাগর আইল্যান্ড (পশ্চিমবঙ্গ) খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে।

সারাবাংলা/আইসি/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন