বিজ্ঞাপন

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল

May 26, 2024 | 7:24 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন খায়রুল হাসান জুয়েল।

বিজ্ঞাপন

সংগঠনটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু রাজনৈতিক সফরে চীনে যাওয়া জুয়েলকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

জুয়েল বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

শনিবার (২৫ মে) সংগঠনটির উপ-দপ্তর সম্পাদক অ্যাড. মো. মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জুয়েল এর আগে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করেছিলেন।

বিজ্ঞাপন

খায়রুল হাসান জুয়েল শিক্ষাজীবনের শুরু থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। প্রথমে মাদারীপুর পৌরসভার একটি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ফজলুল হক মুসলিম হলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

খায়রুল হাসান জুয়েলের গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। তিনি ১৯৯৫ সালে মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, মাদারীপুরের সৈয়দ আবুল হোসেন কলেজ থেকে ১৯৯৭ সালে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স  সম্পন্ন করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন