বিজ্ঞাপন

‘রেমাল মোকাবিলায় কাজ করছে কোস্টগার্ট-আনসার-ফায়ার সার্ভিস’

May 26, 2024 | 9:20 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় কোস্টগার্ডের পাশাপাশি আনসার, ফায়ার সার্ভিসও কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, আমাদের প্রতিটি নিরাপত্তাবাহিনী কাজ করছে। কোস্টগার্ড তিন দিন ধরে উপকূলের পাঁচটি স্থানে মাইকিং করছে।

বিজ্ঞাপন

ঘূর্ণিঝড় মোকাবিলায় রোববার (২৬ মে) এক জরুরি সভা শেষে প্রস্তুতি নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সার্চ অ্যান্ড রেসকিউ বোটের সঙ্গে কিছু রিলিফও জোগাড় করে রেখেছে নিরাপত্তাবাহিনী। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে এ রিলিফ প্রয়োজন হতে পারে বলে এই প্রস্তুতিও তারা নিয়েছেন। জেলা প্রশাসনের সঙ্গে আমাদের নৌ পুলিশ এবং জেলা পুলিশ কাজ করছে। লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে তারা।’

তিনি জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চারদিন ধরে ১০ হাজার সদস্যকে ঘূর্ণিঝড় চলাকালীন এবং পরবর্তী উদ্ধার কার্যক্রমের জন্য প্রস্তুত রেখেছে। বিজিবি এবং র‍্যাব আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুত। সুন্দরবন এলাকায় বিজিবির ছোট ছোট বিওপি সুরক্ষার জন্যও ব্যবস্থা নিয়েছেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সুনামগঞ্জে হঠাৎ বন্যায় কারাগারের ভেতরে দুই থেকে তিন ফুট পানি ঢুকে গিয়েছিল। উপকূলীয় কারাগারগুলোতে যেন এ ধরনের পরিস্থিতি না হয় সেজন্য আইজি প্রিজন প্রস্তুতি নিয়েছেন। উপকূলীয় এলাকার কারাগারগুলো থেকে বন্দিদের অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া বা তাদের খাদ্যসামগ্রীর যেন কোনো ঘাটতি না হয় সেসব বিষয়েও প্রস্তুতি নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের উপকূলীয় এলাকায় সার্বক্ষণিক যোগাযোগের জন্য ভি-স্যাট নেটের মাধ্যমে কোস্টগার্ড লাইভ মনিটরিং করছে। ফায়ার সার্ভিস পুরো উপকূলীয় এলাকায় তিনটি নিয়ন্ত্রণ কক্ষ করেছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় পাঁচ হাজার কর্মী প্রস্তুত রয়েছেন। ফায়ার সার্ভিসের স্টেশনগুলো সুরক্ষিত।’ সেগুলোও আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

স্বরাস্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আশঙ্কা করছি প্রচুর বৃষ্টি হতে পারে। সেটি হলে পার্বত্য এলাকায় ভূমিধ্বস হতে পারে। সে ক্ষতি প্রতিরোধেও আমাদের ফায়ার সার্ভিস ও সেচ্ছাসেবীরা প্রস্তুত। এ ধরনের ঘটনা ঘটলে তারা যেন তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে রাস্তাঘাট ও স্থাপনা মেরামত অপসারণের জন্য সংশ্লিষ্ট জনবল ও সেচ্ছাসেবীরাও প্রস্তুত। যেন তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিতে পারি।’

বিজ্ঞাপন

সবাই প্রস্তুত উল্লেখ করে তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়কালীন কিংবা পরবর্তী সময়ে লুটপাটের ঘটনা এড়াতেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজর রাখছেন। সবসময় মনিটরিংয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।’

সারাবাংলা/জেআর/পিটিএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন