বিজ্ঞাপন

এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সুদে বসল ২০ শতাংশ কর

June 6, 2024 | 8:27 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ট্রাস্ট, ব্যক্তিসংঘ, সরকারি বিশ্ববিদ্যালয় ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সুদ থেকে যে আয় হবে তার ওপর ২০ শতাংশ কর আরোপ করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া বিভিন্ন ফান্ড ও প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের সুদ হতে যে আয় হবে তার ১০ শতাংশ হারে কর কর্তনের প্রস্তাব করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেটে এমন প্রস্তাব দেওয়া হয়েছে। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, ‘ট্রাস্ট, ব্যক্তিসংঘ, সরকারি বিশ্ববিদ্যালয় ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সুদ আয় থেকে ২০ শতাংশ হারে এবং বিভিন্ন ফান্ড ও প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের সুদ আয় থেকে ১০ শতাংশ হারে কর্তন করার প্রস্তাব করছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন