বিজ্ঞাপন

৫০০ ট্রেনের টিকিটসহ আটক ২

June 14, 2024 | 5:26 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ঈদে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের দুই মূল হোতাসহ ১২ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৩)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ জুন) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও থেকে দুজনকে আটক করেছে র‍্যাব-১৩ ৷ এসময় তাদের কাছ থেকে ৫০০ অনলাইন টিকিট ও ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (১৪ জুন) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবির।

র‌্যাব অধিনায়ক বলেন, আটক ১২ জন তিনটি চক্রের সদস্য। এর মধ্যে দুটি চক্রের সদস্যরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন মানুষের এনআইডি কার্ড সংগ্রহ করে ও সচল সিমের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতেন। পরে সেই টিকিট প্রায় তিন গুণ দামে বিক্রি করতেন তারা। তারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করতেন। আরেকটি চক্র যারা কমলাপুর থেকে স্ট্যান্ডিং টিকিট কিনে বাড়তি দামে বিক্রি করত। অনলাইন টিকিট বিক্রি চক্রের মূল হোতা সোহেল ও আরিফুলকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সারাবাংলা/ইউজে/টিআর

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন