বিজ্ঞাপন

৪০ রানে গুটিয়ে গিয়ে উগান্ডার লজ্জার রেকর্ড

June 15, 2024 | 8:08 am

স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই বিশ্বকাপেই ৩৯ রানে অলআউট হয়ে টি-২০ বিশ্বকাপে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার লজ্জার রেকর্ড গড়েছিলেন তারা। নিউজিল্যান্ডের বিপক্ষেও অল্প রানে গুটিয়ে যাওয়ার লজ্জা পেতে হলো উগান্ডাকে। ত্রিনিদাদে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে কিউইদের বিপক্ষে মাত্র ৪০ রানেই থেমেছে উগান্ডার ইনিংস। বিশ্বকাপের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।

বিজ্ঞাপন

বোলিংয়ে নেমে প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন ট্রেন্ট বোল্ট। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি উগান্ডা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। ২৬ রানে ৭ উইকেট হারিয়ে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ডের খুব কাছে চলে গিয়েছিলেন তারা।

সেই অবস্থায় ওয়াইসার ১১ রান দলকে লজ্জার হাত থেকে রক্ষা করে। পুরো ব্যাটিং লাইনআপে তিনিই একমাত্র ব্যাটার হিসেবে দুই অংক ছুঁয়েছেন তিনি। শেষ পর্যন্ত ৪০ রানে থামে উগান্ডার ইনিংস। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।

নিউজিল্যান্ডের হয়ে ৪ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার টিম সাউদি। দুটি করে উইকেট নিয়েছেন বোল্ট, স্যান্টনার ও রাচিন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন