বিজ্ঞাপন

এই আছি, এই নেই

June 16, 2024 | 6:22 pm

কাজী তামান্না

যদি কখনো মোবাইলে বেজে ওঠে
টুংটাং ম্যাসেজের সুর,
হঠাৎ ‘কেমন আছ’ জানতে চাই…
যদি কখনো
দূরে থেকেও আবছায়া হয়ে
তোমার কাছে যাই
যদি কখনো বলি কানে কানে
‘ভালবেসে মরে যেতে চাই’
জেনো, সেটাই আমার শেষ চাওয়া
সেটাই শেষ কথা কওয়া…
দূরে থেকেও জেনো, বলি মনেমনে
‘ভাল থেকো, শুধু ভাল থেকো তুমি’
অনন্তে হারালেও জেনো
তোমার বুকের গভীরে মিশে আছি ‘আমি’॥

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবিডিই

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন