বিজ্ঞাপন

ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়

June 16, 2024 | 9:59 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ময়মনসিংহ: বিভাগীয় শহর ময়মনসিংহে ঈদুল আজহার প্রধান জামাত হবে সকাল সাড়ে ৭টায়, নগরীর কাঁচিঝুলির আঞ্জুমান ঈদগাহ মাঠে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সাড়ে ৮টায়। জেলায় প্রায় আড়াই হাজার স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত হবে।

বিজ্ঞাপন

ময়মনসিংহে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আবদুর রাজ্জাক জানিয়েছেন, প্রথম জামাতের ইমামতি করবেন হাফেজ মুফতি আবদুল্লাহ আল মামুন এবং দ্বিতীয় জামাতের হাফেজ মাওলানা আতিকুর রহমান। জামাতগুলো সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আবদুর রাজ্জাক বলেন, নগরের বড়বাজার চকবাজারে ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল সাড়ে ৮টায়, আকুয়া বাইবাস এলাকায় মাদানি নূর মার্কাজ মসজিদ মাঠে সকাল ৭টায়, বলাশপুর ঈদগাহ মাঠে সাড়ে ৮টায় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে সাড়ে ৮টায় ঈদ জামাত হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন