বিজ্ঞাপন

ঈদের রাতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে ২ প্রাণহানি

June 18, 2024 | 12:11 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

খুলনা: খুলনার ডুমুরিয়ায় ঈদুল আজহার রাতে মোটরসাইকেল ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বিজ্ঞাপন

সোমবার (১৭ জুন) রাত ১০টার দিকে উপজেলার চাকুন্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, চাকুন্দিয়া এলাকায় চুকনগরগামী মোটরসাইকেল ও বিপরীত দিকের একটি ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছয়জন আহত হন। তাদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

আহত বাকি চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বাকি দুজন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, দুর্ঘটনায় ছয়জন আহত হলে তাদের মধ্যে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন