বিজ্ঞাপন

৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ করল কেসিসি

June 18, 2024 | 9:13 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

খুলনা: ঈদের দিন আট ঘণ্টার মধ্যে নগরীর সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলো থেকে কোরবানির পশুর বর্জ্য ও ময়লা-আবর্জনা অপসারণ করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।

বিজ্ঞাপন

ঈদের দিন সোমবার (১৭ জুন) দুপুর ২টায় বর্জ্য অপসারণে কাজে একযোগে মাঠে নামেন অন্তত ৮৫০ শ্রমিক-কর্মচারী। তাদের প্রচেষ্টায় রাত ১০টার মধ্যেই বর্জ্যমুক্ত হয় খুলনা নগরী।

কেসিসি সূত্র জানায়, সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডে মোট ৮৫০ জন শ্রমিক-কর্মচারী বর্জ্য অপসারণে কাজ করেছে। এ কাজে বিভিন্ন আকারের ৭৬টি ট্রাক, গার্বেজ লোডার, পে-লোডার ও যন্ত্রপাতি প্রস্তুত ছিল।

কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান জানান, কোরবানির বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণ করা হয়েছে। ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনও অনেকে কোরবানি দেন। এ জন্য শ্রমিকরা আরও দুইদিন মাঠে থাকবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন