বিজ্ঞাপন

নানাবাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুজনের

June 18, 2024 | 9:41 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নওগাঁ: নওগাঁর পত্নীতলায় আলাদা দুটি দুর্ঘটনায় পানিতে ডুবে মৃত্যু হয়েছে দুজনের। তবে দুটি ঘটনাতেই প্রাণহানির শিকার দুজন ঈদের ছুটিতে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে উপজেলার উজিরপুর ও ঘুকসির বিলে দুর্ঘটনা দুটি ঘটে। একটি দুর্ঘটনায় মৃত জেবা (২২) নজিপুর পৌরসভার হরিরামপুর গ্রামের আতাবুল ইসলামের মেয়ে। আরেক দুর্ঘটনায় প্রাণ হারানো সার্থক বদলগাছী উপজেলার চাকরাইল গ্ৰামের শিশু সার্থক।

স্থানীয়দের বরাত দিয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, নানাবাড়িতে বেড়াতে এসে বিকেলে বাড়ির পাশের ঘুকসির বিলে নৌকায় ঘুরতে যান জেবা। এ সময় বিলের পানিতে পড়ে গিয়ে ডুবে গেলে মৃত্যু হয় তার।

আরেক দুর্ঘটনার তথ্য জানিয়ে ওসি বলেন, পাঁচ বছর বয়সী শিশু সার্থক উজিরপুরে নানাবাড়িতে বেড়াতে এসেছিল পরিবারের সঙ্গে। আত্রাই নদীতে গোসল করতে নামলে সে ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সার্থককে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন