বিজ্ঞাপন

খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

June 3, 2018 | 4:20 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা চালিয়ে মানুষ হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জ শুনানির তারিখ পিছিয়েছেন আদালত। ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৬-এর বিচারক এস মোহাম্মাদ আলী আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এই শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেন আগামী ১২ জুলাই।

রোববার (৩ জুন) মামলাটির চার্জ শুনানির দিন নির্ধারণ করা ছিল। কিন্তু এই মামলায় খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় শুনানির জন্য সময়ের আবেদন করেন তার আইনজীবী। এর পরিপ্রেক্ষেতে আদালত সময় মঞ্জুর করে নতুন তারিখ ঠিক করেন।

২০১৫ সালের ২৩ জানুয়ারি রাত ৯টায় যাত্রাবাড়ীর ডেমরা রোডের মাতুয়াইল কাউন্সিলর অফিসের সামনে গ্লোরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হন ৩১ জন। তাদের মধ্যে নূর আলম নামে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিজ্ঞাপন

এ ঘটনার পরদিন পরিকল্পনাকারী হিসেবে বিএনপির কেন্দ্রীয় ১৮ জন নেতাসহ যাত্রাবাড়ীর ছাত্রদল, শ্রমিক দলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৫০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) কে এম নুরুজ্জামান।

এজাহরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম আসামির তালিকায় উল্লেখ করা না থাকলেও এজাহারের বক্তব্যের মধ্যে হুকুমদাতা হিসেবে তার নাম উল্লেখ করা হয়েছিল।

এদিকে, ২০১৫ সালের ৬ মে খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। একই ঘটনায় হত্যা ও বিশেষ ক্ষমতা আইনের আরও দুইটি চার্জশিট দাখিল হয়েছে। ডিবি পুলিশের এসআই বশির আহমেদ চার্জশিটগুলো দাখিল করেন।

বিজ্ঞাপন

মামলা তদন্ত করে ওই বছরের ১৮ মে ডিবি পুলিশের এসআই জাহিদুল ইসলাম খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, আমান উল্লাহ আমান, হাবিবুন নবী খান সোহেল, সালাউদ্দিন আহমেদ, বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী আহমেদ,  মীর সরাফত আলী সপু, আজিজুল বারী হেলালসহ অন্যরা।

সারাবাংলা/এআই/টিআর

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন