বিজ্ঞাপন

ভারতের বস কোহলিই, আমি শুধু সহযোগী: শাস্ত্রী

December 20, 2017 | 6:43 pm

সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ভারতের কোচ হিসেবে তাহলে রবি শাস্ত্রীর দায়িত্ব কি? অনিল কুম্বলেকে সরিয়ে রবি শাস্ত্রীকে কোচ করার পেছনে যে বিরাট হাতটি কোহলিরই ছিল সেটাতো পরিষ্কার। রবি শাস্ত্রীর বক্তব্যে বুঝতে বাকি রইলো না এই দু’জনের সুসম্পর্কের কথা।

২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত ভারতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন শাস্ত্রী। এরপর হেড কোচের দায়িত্ব নেন তিনি। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের দায়িত্বে থাকবেন শাস্ত্রী।

নিজের দায়িত্বকে দূরে ঠেলে শাস্ত্রী জানালেন, টিম ইন্ডিয়ার বস কোহলিই, তিনি শুধু সহযোগী মাত্র। তার সঙ্গে কোহালির সমীকরণ ‘অসাধারণ’ সেটাও নিজের মুখে স্বীকার করেছেন শাস্ত্রী।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমে শাস্ত্রী জানান, ‘আমাদের দু’জনের সমীকরণ অসাধারণ। আমাদের দু’জনের মানসিকতা একই রকম। আমাদের দু’জনের সম্পর্কে একটা বিশ্বাস কাজ করে। আমরা দু’জনেই খুব শক্ত মনের। দু’জনেই জয়ের জন্য যা ইচ্ছে তাই করতে পারি। আমরা জয়ের জন্য খেলি। আমরা মাঠে নামি টাইমপাস করার জন্য।’

শাস্ত্রী আরও জানান, ‘দেখুন, দিনের শেষে অধিনায়কই ‘বস’। কোহলি আমার উপদেশ চাইতে পারে। তার মানে এটা নয় যে সেটা মানতে হবে। আমরা সাপোর্ট স্টাফ হিসেবে সব সময়ই থাকি উপদেশ দেওয়ার জন্য।’

কোহালি প্রসঙ্গে শাস্ত্রীর মত, ‘এখন তার মাত্র ২৯ বছর বয়স। সে আরও অভিজ্ঞ হয়েছে। তার সামনে এখনও সাত-আট বছর খেলা রয়েছে। আরও ছয়-সাত বছর অধিনায়কও ওই থাকবে। আমরা এমন একটা দল যারা শুধু নম্বর বাড়াতে মাঠে নামি না। আমরা লড়াই করতে চাই। খেলা এগিয়ে নিয়ে যেতে চাই। বিভিন্ন পরিস্থিতিতে দু’জনের দু’রকম মত থাকতেই পারে। কিন্তু দু’জনের মধ্যে কোনো সমস্যা নেই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি/২০ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন