বিজ্ঞাপন

নির্বাচনী পরাজয় হতে চললেও রাজনৈতিক বিজয়: কাদের

December 21, 2017 | 8:57 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী পরাজয় হতে চললেও রাজনৈতিক বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রংপুর সিটি নির্বাচনে ভোট গণনার এ পর্যন্ত পাওয়া ফলাফলে আওয়ামী লীগের চেয়ে জাতীয় পার্টি বেশ এগিয়ে থাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

তিন মিনিটের এই সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘এই নির্বাচনে আমা‌দের নির্বাচ‌নী পরাজয় হ‌তে চলেছে কিন্তু আমা‌দের রাজ‌নৈ‌তিক বিজয় হ‌য়ে‌ছে। সব‌চে‌য়ে বড় কথা হ‌লো একটা অবাধ নির‌পেক্ষ নির্বাচন হ‌য়ে‌ছে ।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘নির্বাচন ক‌মিশন স্বা‌ধীন, কর্তৃত্বপূর্ণ ভূ‌মিকা পালন ক‌রে শা‌ন্তিপূর্ণ একটা নির্বাচ‌নের রেকর্ড রে‌খে যা‌চ্ছে, এটা আ‌মি বল‌বে গণতন্ত্রের বিজয়। আমরা এই নির্বাচনের ফলাফলকে গণতন্ত্রের বিজয় হিসা‌বে দেখ‌ছি।’

আগামী জাতীয় নির্বাচনের জন্য রংপুরকে বিএনপির জন্য একটা বার্তা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ম‌নে ক‌রি এই নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনকে সাম‌নে রে‌খে বিএন‌পির জন্য একটা বার্তা।’

বিএনপি নেতা রিজভী আহম্মদের মন্তব্যের জবাব জানতে চাইলে তিনি বলেন, ‘বানরে সংগীত গায়, শীলা জলে ভাসে।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনের শেষে সাংবাদিকদের বলেন, ‘বিজয় যে ই লাভ করুক অগ্রীম অভিনন্দন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদ দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, উপ-দপ্তর বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন।

সারাবাংলা/এমএমএইচ/জেডএফ/আইজেকে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন