বিজ্ঞাপন

রসিক ফল: লাঙ্গল ১,১৯,৬১৯ নৌকা ৪৫,৭৮৪

December 21, 2017 | 10:18 pm

হাসান আজাদ, স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

রংপুর থেকে: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৩২টি কেন্দ্রের ফলাফল জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর মোস্তফা পেয়েছেন লাঙ্গল প্রতীকে ১ লাখ ১৯ হাজার ৬১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহম্মেদ নৌকা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৭৮৪ ভোট। অন্যদিকে বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ২৫ হাজার ৩৩৯ ভোট।

আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

রসিক নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থী ছাড়াও ৩৩টি ওয়ার্ডে ২১২ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডে ৬৫ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীসহ মোট ২৮৩ জন প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করেছেন।

বিজ্ঞাপন

মোট ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন ভোটারের জন্য ১৯৩ টি ভোট কেন্দ্রের ১ হাজার ১২২টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হয়।

রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানিয়েছেন, শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার, একজন সহকারী প্রিজাইডিং অফিসারসহ দশজন পুলিশ ও ১৪জন আনসার সদস্য নিয়োজিত ছিলেন।

সারাবাংলা/এইচএ/এমআই/এটি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন