বিজ্ঞাপন

এরশাদের শহরে লাঙ্গলের জয়

December 22, 2017 | 12:16 am

হাসান আজাদ, স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

রংপুর থেকে: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৯৩টি কেন্দ্রের ফলাফল জানিয়েছে নির্বাচন কমিশন। রাত সোয়া ১২টায় বেসরকারিভাবে জানানো ফলাফলে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার মোস্তফা মেয়র পদে নির্বাচিত ঘোষণা করা হয়।

রংপুরের পুলিশ হলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনী কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার এ ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে ৭৪ শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন,  শান্তিপূর্ণ অবাধ ও প্রশংসিত নির্বাচন হয়েছে। রংপুরবাসী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ফলাফল অনুযায়ী, লাঙ্গল প্রতীকে ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহম্মেদ নৌকা প্রতীকে পেয়েছেন ৬২ হাজার ৪শ’ ভোট। অন্যদিকে বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ৩৫ হাজার ১৩৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার পেয়েছেন ২ হাজার ৩১৯ ভোট। মই প্রতীকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী আব্দুল কুদ্দুস পেয়েছেন ১ হাজার ২৬২ ভোট। আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. সেলিম আখতার পেয়েছেন ৮১১ ভোট। হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এ, টি, এম, গোলাম মোস্তফা পেয়েছেন ২৪ হাজার ৬ ভোট।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের পছন্দের মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ভোট দেন।

রসিক নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থী ছাড়াও ৩৩টি ওয়ার্ডে ২১২ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডে ৬৫ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীসহ মোট ২৮৩ জন প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করেন। মোট ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন ভোটারের জন্য ১৯৩টি ভোট কেন্দ্রের ১ হাজার ১২২টি ভোটকক্ষে ভোট গ্রহণ চলে। ১৯৩টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট নেওয়া হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচএ/এমআই/এটি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন