বিজ্ঞাপন

খোঁজ নিয়েছি, বিএনপির অভিযোগ সঠিক নয় : সিইসি

December 21, 2017 | 2:59 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা : রংপুর সিটি করপোরেশনে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছে না, দলের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে- বিএনপির এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, আমরা খোঁজ নিয়ে দেখেছি বিএনপির এ অভিযোগ সঠিক নয়।

রংপুর নির্বাচন বিষয়ক এক প্রেস ব্রিফিংয়ে নিজ কার্যালয়ে সিইসি এ কথা বলেন।

ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, রসিক নির্বাচনের একটি কেন্দ্রে বেশ সতর্কতার সঙ্গে ইভিএম এ ভোটগ্রহণ করা হচ্ছে। ভোটাররাও বেশ খুশি হয়েছেন। ভালো সাড়া পাওয়া গেছে।

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি বলেন, ভবিষ্যতে বিভিন্ন স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। তবে আগামী জাতীয় নির্বাচনের ইভিএম ব্যবহার সম্ভব হবে না।

ইভিএমে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে সাংবাদিকরা জানালে তিনি বলেন, না। এ রকম কোনো খবর আমাদের কাছে আসেনি।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিষয়ে সন্তোষ প্রকাশ করে সিইসি বলেন, ভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হচ্ছে। সার্বিক পরিস্থিতি সন্তোষজনক।

বিজ্ঞাপন

কেন্দ্রে ঢুকতে সাংবাদিকদের বাধা দেওয়া হয়েছে জানালে তিনি বলেন, এটা আমরা দেখব।

সারাবাংলা/ইউজে/একে

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন