বিজ্ঞাপন

অজগরটি ফিরে গেল সুন্দরবনে

July 17, 2018 | 9:00 pm

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

বাগেরহাট :  মাছ ধরার জালে আটকা পড়া ১২ ফুট লম্বা একটি অজগর সাপকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ জুলাই) সন্ধ্যায় সুন্দরবনের আমরবুনিয়া এলাকায় ছেড়ে দেওয়া হয় সাপটিকে।

এর আগে দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জের চিপাবারইখালী গ্রামের জেলে ছোহরাব হাওলাদারের মাছ ধরার জালে আটকা পড়ে ১২ ফুট লম্বা ও ১০ কেজি ওজনের অজগর সাপটি। স্থানীয়দের কাছে খবর পেয়ে এটি হেফাজতে নেয় প্রশাসন।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, জালে আটকা পড়া অজগরটি পুলিশের উপস্থিতিতে সুন্দরবনের আমরবুনিয়া ফরেস্ট ক্যাম্পের ওসি মনিরুল ইসলাম খানের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর বনবিভাগই পরবর্তী ব্যবস্থা নিয়েছে।

এ বিষয়ে পূর্ব-সুন্দরবন বিভাগের আমরবুনিয়া ফরেষ্ট ক্যাম্পের ওসি মনিরুল ইসলাম খান জানান, উদ্ধার করা অজগরটি সন্ধ্যায় সুন্দরবনে ছেড়ে দিয়েছেন তারা। ছেড়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সাপটি বনের ভেতরে হারিয়ে যায়।

সারাবাংলা/এসএমএন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন