বিজ্ঞাপন

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আমীর খসরুর অডিও ভাইরাল

August 4, 2018 | 6:25 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

‘শিক্ষার্থীদের আন্দোলন থেকে রাজনৈতিক ফায়দা নেওয়া চেষ্টা চলছে’— সরকারের এমপি-মন্ত্রীদের এমন শঙ্কাই শেষ পর্যন্ত সত্য বলে প্রমাণ হলো। আন্দোলনের সপ্তম দিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। অডিও  ক্লিপে শোনা যায়, কুমিল্লায় অবস্থানরত নওমী নামে এক কর্মীর সঙ্গে কথা বলছেন বিএনপির এই নীতিনির্ধারক। তিনি ওই কর্মীকে বলছেন ঢাকায় এসে লোকজন নিয়ে নেমে পড়তে।

আমীর খসরুর কথাপোকথন—

আমীর খসরু: হ্যালো।

বিজ্ঞাপন

নওমি: হ্যালো আংকেল, নওমি বলছিলাম।

আমীর খসরু: হ্যাঁ, নওমী। ভালো আছ?

নওমী: আপনি ভালো আছেন?

বিজ্ঞাপন

আমীর খসরু: হ্যাঁ, ভালো আছি। তোমরা কি একটু ইনভলব-টিনভলব হচ্ছো এগুলো নিয়ে নাকি?

নওমী: জ্বি জ্বি। আমি তো এই যে কুমিল্লায় আসলাম।

আমীর খসরু: কুমিল্লায় না, তোমার মানুষ সব নামায় দাও না, তোমাদের মানুষ সব নামায় দাও।

নওমী: হ্যাঁ, হ্যাঁ, হাইওয়েতে নামছিল।

বিজ্ঞাপন

আমীর খসরু: মানুষজন নামায় দাও। হাইওয়ে-টাইওয়েতে অসুবিধা নাই। ঢাকায় মানুষ নামায় দাও ভালো করে। বুঝছো? তোমাদের তো আর চেনে না।

নওমী: না না না….

আমীর খসরু: তোমাদের বন্ধু-বান্ধব নিয়ে তোমরা সবাই নেমে পড় না ঢাকায়।

নওমী: জ্বি জ্বি… কন্ট্রাক্ট করতেছি সবার সঙ্গে।

আমীর খসরু: কনটাক্ট করো না, কখন আর কনটাক্ট করবা? এখন নামতে না পারলে তো আবার ডাউন করে যাবে। তোমরা নেমে যাও না একটু বন্ধু-বান্ধব নিয়ে।

নওমী: হ্যাঁ হ্যাঁ… হাইওয়েতে নামছিল, ঢাকা-চিটাগংয়ে। এখানে এসপি সাহেব ঝাড়ি দিয়ে সবাইকে উঠায়ে দিছে।

আমীর খসরু: হাইওয়ে-টাইওয়েতে অসুবিধা নেই। ঢাকায় নামায়ে দাও। ঢাকা হলে সারাদেশে এমনিতেই হবে। তোমরা ঢাকায় এসে.. এখানে তো কুমিল্লা দরকার নেই আমার। তোমরা ঢাকায় এসে তোমাদের বন্ধুদের নিয়ে ২০০-৫০০ জয়েন করে দাও ওদের সঙ্গে।

নওমী: জ্বি আংকেল। এমনি সবাই সংগঠিত হচ্ছে।

আমীর খসরু: সংহতি দিয়ে কী হবে? তোমরা যারা আছ, নাইমা যাও।

নওমী: আংকেল, একটা ছোট বিষয়।

আমীর খসরু: ফেসবুক-টেসবুক পোস্টিং-টোস্টিং করো সিরিয়াসলি।

নওমী: হ্যাঁ, এটা করতেছি। এটাতে অ্যাকাটিভ আছে সবাই। আমি আসতেছি।

আমীর খসরু: হ্যাঁ করো। কুমিল্লা বসে থেকে লাভ কী? এখানে এসে জয়েন করো।

ফোনে আলাপের বিষয়টি জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা তো দলীয়ভাবে সমর্থন দিয়েছি। কেউ যদি সহযোগিতা করতে চায়, আমরা বলেছি করো। শুধু আমরা নই, দেশের কোটি কোটি মানুষ ছাত্রদের সমর্থন দিয়েছে। কেউ খাবার দিচ্ছে, কেউ পানি দিচ্ছে। সারাদেশের মানুষই তো সমর্থন দিচ্ছে।’

সারাবাংলা/এজেড/টিআর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন