বিজ্ঞাপন

ঢাকায় মহাসমাবেশ করবে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ

September 23, 2018 | 1:45 pm

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। রবিবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এ কথা জানান।

সমাবেশের বিস্তারিত তুলে ধরে তিনি জানান, আগামী ২৮ সেপ্টেম্বর দুপুর ১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এই মহাসমাবেশে আসন্ন নির্বাচনকে ঘিরে সংখ্যালঘুদের ভাবনা রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল ও জোট এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।

রানা দাশগুপ্ত বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৮ সেপ্টেম্বর দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সংগঠনসমূহের জাতীয় সমন্বয় কমিটিভুক্ত ২১টি সংগঠনকে সঙ্গে নিয়ে মহাসমাবেশের ডাক দিয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের ওপর নির্যাতন-হামলা কমে এলেও নির্যাতন-নিপীড়নের ধারা আজও অব্যাহত আছে। সারাদেশে উপাসনালয়ে আবারও আক্রমন শুরু হয়েছে। আমরা আজকের সংবাদ সম্মেলন থেকে এসব ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এসব ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’

এসময় সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন