বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত রোববার ঢাকা আসছেন

November 17, 2018 | 9:17 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: কূটনীতিক আর্ল রবার্ট মিলার যুক্তরাষ্ট্রের পক্ষে বাংলাদেশের রাষ্ট্রদূতের পদে কাজে যোগ দিতে রোববার (১৮ নভেম্বর) ঢাকা আসছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। আর্ল রবার্ট মিলার সদ্য বিদায়ী রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হবেন।

প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতির কাছে পরিচয় পত্র পেশের পরেই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারবেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত।

মার্কিন পররাষ্ট্র দপ্তরে গত ১৫ নভেম্বর (মঙ্গলবার) বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে শপথ গ্রহণ করেন আর্ল রবার্ট মিলার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের চিফ অব প্রটোকল সেন ললার গত ১৫ নভেম্বর আর্ল রবার্ট মিলারকে শপথ বাক্য পাঠ করান।

বিজ্ঞাপন

এর আগে গত ১৩ অক্টোবর (শনিবার) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নওরেট এক বার্তায় জানান, যুক্তরাষ্ট্রের পক্ষে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগ পেতে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আস্থা অর্জনের পর সিনেটের অনুমোদন পেয়েছেন আর্ল রবার্ট মিলার।

ঢাকার যুক্তরাষ্ট্র মিশন জানিয়েছে, ঢাকায় আসার পর রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার খুব শিগগিরই তার পরিচয় পত্র রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে পেশ করবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত ১৭ জুলাই নতুন রাষ্ট্রদূত হিসেবে আর্ল রবার্ট মিলারের নাম ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢাকায় নিয়োগ পাওয়ার আগে আর্ল রবার্ট মিলার বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত কনস্যুল জেনারেল ছিলেন। এ ছাড়া তিনি ভারতের নয়া দিল্লি, ইরাকের বাগদাদ এবং ইন্দোনেশিয়ার জাকার্তায় যুক্তরাষ্ট্রের পক্ষে একাধিক পদে দায়িত্ব পালন করেন।

সাহস এবং সাফল্যের সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার স্টেট ডিপার্টমেন্টের ‘হিরোইজম’সহ একাধিক পদক পেয়েছেন।

তিনি যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে ইউনাইটেড স্টেট মেরিন কর্প কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে শিক্ষালাভ করেন।

সারাবাংলা/জেআইএল/এমআই

বিজ্ঞাপন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন