Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক লড়াকু মুক্তিযোদ্ধার অভাবনীয় অভিজ্ঞতার কথা…

আশীষ সেনগুপ্ত
২৪ মার্চ ২০২২ ২২:০২

শীলা মোমেন— একাধারে শিক্ষাবিদ ও সংগীত বিশেষজ্ঞ। তবে তার বিশেষ পরিচয়- তিনি একজন শব্দসৈনিক; যিনি মুক্তিযুদ্ধের সময় মানুষকে উদ্বুদ্ধ করতে কণ্ঠে ধারণ করেছিলেন সংগ্রামী গান।

চট্টগ্রামের আলোকিত পরিবারের এই কন্যা শৈশব-কৈশোর পার করেন শিক্ষা ও সাংস্কৃতিক পরিমণ্ডলের এক বিশুদ্ধ আবহে। ১৯৭১-এ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী। থাকতেন রোকেয়া হলে। ৭ মার্চ হলের ছাদ থেকেই শুনেছেন বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ। যা পরবর্তী সময়ে তাকে দেশ মাতৃকার মুক্তি সংগ্রামে অংশ নিতে অনুপ্রাণিত করে।

বিজ্ঞাপন

যুদ্ধের সময়ে নিজ দেশের সীমানা পেরিয়ে ভারতে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ও মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করা সত্যিই এক সংগ্রামী অভিঘাত। স্মৃতিময় সেই দিনগুলো যেন মুক্তিযুদ্ধের বলিষ্ঠ প্রত্যয় হিসেবে আজও তার চেতনা ও মননে একাত্ম হয়ে আছে।

আজ সারাবাংলা কথোপকথনে এই লড়াকু মুক্তিযোদ্ধার অভাবনীয় অভিজ্ঞতার কথা…

https://youtu.be/gSPXrljUL8g

দিনের পর দিন সেবা করেছেন যুদ্ধাহত মুক্তিসেনাদের…আরও দেখুন

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

এক লড়াকু মুক্তিযোদ্ধার অভাবনীয় অভিজ্ঞতার কথা... কথোপকথন কথোপকথনে ৭১'র দিনগুলি মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা শব্দসৈনিক শীলা মোমেন সারাবাংলা কথোপকথন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর