March 10, 2022 | 10:15 pm
আশীষ সেনগুপ্ত
মিলিয়া আলী – রবীন্দ্রসংগীতশিল্পী। সাংস্কৃতিক পরিবারে বেড়ে ওঠা এই শিল্পী ছোটবেলা থেকেই নিবিড়ভাবে সম্পৃক্ত হয়ে পড়েন রবীন্দ্রনাথের গানে। হাতেখড়ি সেই ছোটবেলাতেই। সান্নিধ্য পেয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্বদের। রবীন্দ্রসঙ্গীতের তালিম নেওয়ার সৌভাগ্য হয়েছিল কিংবদন্তী শিল্পী কনিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে।
১৯৭১-এ মিলিয়া আলী নিজেকে সঁপে দেন মুক্তিযুদ্ধে। রণক্ষেত্রে অস্ত্র হাতে নয়, কণ্ঠ নিয়েই এই শিল্পী যোগ দিয়েছিলেন বাংলাদেশ মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থায়। হয়ে উঠেছিলেন একজন কণ্ঠযোদ্ধা।
সারাবাংলার আজকের কথোপকথনে এই শব্দসৈনিক শোনালেন তার পথচলা ও ৭১’র সেই দিনগুলির স্মৃতিকথা...
আরও দেখুন—
সারাবাংলা/এএসজি