বিজ্ঞাপন

নেইমার-এমবাপে-ডি মারিয়াদের সঙ্গী বুফন

July 7, 2018 | 1:17 pm

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

জুভেন্টাসের সাথে চুক্তি শেষ হয়ে যাওয়ায় ফ্রি টান্সফার শর্তে প্যারিস সেইন্ট-জার্মেইতে (পিএসজি) যোগ দিয়েছেন ইতালিয়ান অভিজ্ঞ গোলরকক্ষক গিয়ানলুইজি বুফন। সদ্য সমাপ্ত মৌসুমে টানা সাতবারের সিরি-আ শিরোপা দখলের পরে তুরিনের বুড়ি খ্যাত ক্লাবটির সাথে বুফনের দীর্ঘ ১৭ বছরের সমাপ্তি ঘটে। এক বছরের চুত্তিতে লিগ ওয়ান জায়ান্টদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন ৪০ বছর বয়সী বুফন।

গত মৌসুমে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। সেখানে আছেন উরুগুয়ের তারকা এডিনসন কাভানি, ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে, আর্জেন্টিনার ডি মারিয়ারা। এবার এই ক্লাবের হয়ে গোলবারের নিচে থাকবেন জুভিদের হয়ে ৬৫৬টি ম্যাচ খেলে ১১ বার সিরি-আ জেতা বুফন।

২৩ বছরের ফুটবল ক্যারিয়ারে এই প্রথমবারের মতো ইতালির বাইরের কোনো ক্লাবে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ক্লাব ক্যারিয়ারে ৮৭৬ ম্যাচে গোলপোস্টের দায়িত্ব সামলানো বুফন। ইতালি জাতীয় দলের হয়ে খেলেছেন ১৭৬ ম্যাচ। বুফনের ক্যারিয়ারে একমাত্র অধরা শিরোপা চ্যাম্পিয়ন্স লিগ। ২০০৩, ২০১৪ ও ২০১৭ সালে প্রতিযোগিতাটির ফাইনাল খেললেও শিরোপাটি জেতা হয়নি তার।

বিজ্ঞাপন

পিএসজিতে যোগ দেওয়া প্রসঙ্গে বুফন বলেন, প্যারিস সেইন্ট জার্মেইর মতো ক্লাবে যোগ দেয়া অসাধারণ এক অনুভূতি। ক্যারিয়ারে প্রথমবারের মতো ইতালির বাইরের কোনো ক্লাবে খেলতে যাচ্ছি। আমার একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে, সেজন্যই এই ক্লাবে এসেছি। আমার প্রতি বিশ্বাস রাখায় জুভেন্টাস এবং ক্লাবের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই। গত কয়েক বছর ধরে পিএসজির খেলা অনুসরণ করায় আমি জানি তাদের লক্ষ্য কী এবং আমাকে কি করতে হবে।

আগামী সোমবার পিএসজিতে তার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন