বিজ্ঞাপন

১৫ বছরের খরা ঘুচতে কাতারে বাংলাদেশ

July 8, 2018 | 5:28 am

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: এর আগেও কাতারে দীর্ঘকালীন ক্যাম্পে গিয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এবারও যাচ্ছে জামাল-মামুনরা। লাওস ম্যাচকে সামনে রেখে সেবার বিশেষ অনুশীলন সুবিধা পেতে যাওয়া বাংলাদেশের এবারের ভ্রমণে একটু পার্থক্য আছে। তখন দলের কোচিংয়ে দায়িত্বে ছিলেন অ্যান্ড্রু ওর্ড। আর এবার ইংলিশ কোচ জেমি ডে। লক্ষ্যটা বেঁধে দেয়া একই। সাফ জিততে হবে।

ভুটান বিপর্যয়ের দেড় বছর পর লাওস ম্যাচে ফিরে আবার হারিয়ে বসা বাংলাদেশ ফুটবলের আশা জাগাতে নিয়োগ পেয়েছে জেমি ডে। সবশেষ ১৫ বছর আগে ঘরের মাঠে অনুষ্ঠিত সাফ ফুটবলের শিরোপা জিতেছিল বাংলাদেশ। তারপর ২০০৯ সালে সেমিফাইনালে খেলা ছাড়া প্রতিবারই আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে লাল সবুজের জার্সিধারীরা। আগামী সেপ্টেম্বর আবারও ঢাকায় বসতে যাচ্ছে এক সময়ে ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ খ্যাত এই টুর্নামেন্ট। নিজেদের মাঠে খেলা বলে আবারও স্বপ্ন দেখতে শুরু করেছে স্বাগতিকরা।

সেজন্য শনিবার (৭ জুলাই) রাতেই দেশ ছেড়েছে কোচ জেমি ডেসহ ফুটবল বাহিনী। মোটে ১৪ দিন সেখানে ক্যাম্প করে দেশে ফিরবে ৩৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

বিজ্ঞাপন

সেখানে দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প ছাড়াও কাতারের ক্লাব দলের সঙ্গে দু’টি প্রস্তুতি ম্যাচও খেলবে। এরপর ২০ জুলাই ঢাকায় ফিরে ৩০ তারিখ যাবে কোরিয়া। সেখানে ১২ দিনের কন্ডিশনিং ক্যাম্প এবং দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর সরাসরি ইন্দোনেশিয়ায় চলে যাবে এশিয়ান গেমস ফুটবলে অংশ নিতে।

শনিবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কাতারে কন্ডিশনিং ক্যাম্প সম্পর্কে বিস্তারিত জানান কোচ জেমি ডে। সেই সঙ্গে ২৮ জনের দল ঘোষণা করেন। এই দলটিকে নিয়েই সাফ পর্যন্ত ক্যাম্প করার উদ্দেশ্য বাফুফের।

বিজ্ঞাপন

প্রাথমিক স্কোয়াডে ছিলো ৪৪ জন। সেখান থেকে দল ছোট করে ২৮ জনে নামিয়ে আনা হয়েছে। এই ২৮ জনকে নিয়েই সাফ পর্যন্ত ক্যাম্প করার উদ্দেশ্য জেমি ডের। আর সে কারণেই এশিয়ান গেমসের দলেও সিনিয়র ফুটবলাররে লিস্টে এই দল থেকেই ফুটবলার রাখা হয়েছে। কাতারে দলের সঙ্গে যোগ দেবেন জেমির স্বদেশি ফিটনেস কোচ পল ডেভিস।

জেমি ডে বলেন, ‘ছেলেরা এ ক’দিন কঠোর পরিশ্রম করেছে। এশিয়ান গেমসের অভিজ্ঞতা নিয়ে সাফ চ্যাম্পিয়নশীপে ভালো করাই হচ্ছে দেশের বাইরে কন্ডিশনিং ক্যাম্প করার মূল লক্ষ্য। দলের তরুণ ফুটবলাররে জন্য এটা একটা ভালো সুযোগ। এশিয়ান গেমস একটা ভালো অভিজ্ঞতা হবে সাফের আগে।’

সংবাদ সম্মেলনে সিনিয়র খেলোয়াড় জামাল ভুইয়া বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্যই সাফ চ্যাম্পিয়নশিপ। জেমি তো বলেছেনই আমরা এ কদিন কতটা পরিশ্রম করেছি। ক্যাম্পে আমরা সবাই একসাথে খেয়েছি, থেকেছি, ঘুমিয়েছি। তাতে করে আমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া হয়েছে। আশা করছি কাতারের ক্যাম্প ও ম্যাচগুলো সাফে ভালো কাজে আসবে।’

২০১৫ সালে ভারতে অনুষ্ঠিত সাফের সবশেষ আসরে ৮টি দল অংশ নেয়। সেই আসরে ভারত চ্যাম্পিয়ন ও আফগানিস্তান রানার্সআপ হয়েছিল। তবে আফগানিস্তান সাফ অঞ্চল থেকে বেরিয়ে যাওয়ায় এবার সাতটি দল নিয়ে হবে প্রতিযোগিতা। আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, পাকিস্তান ও ভুটান। আর ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত খেলবে মালদ্বীপ ও শ্রীলঙ্কার বিপক্ষে।

বিজ্ঞাপন

স্বাগতিক হিসেবে এবার কি ১৫ বছরের খরা ঘুচবে?

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন