বিজ্ঞাপন

কোরিয়ার সঙ্গে ‘কমান্ডোদের’ লড়াই

July 26, 2018 | 8:01 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ভারত সফর শেষে দেশে কমান্ডো ট্রেনিং করে কোরিয়া সফরে প্রস্তুতি শুরুটা ভালোই হচ্ছে দেশের জাতীয় হকি দলের। প্রথম প্রস্তুতি ম্যাচে কারিয়ার সঙ্গে লড়াই করেছে জিমি-চয়নরা। শক্তিশালী এই দলের কাছে ৩-২ ব্যবধানে সন্তোষজনক হেরেছে গোপিনাথান কৃষ্ণমূর্থীর শিষ্যরা।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় ৪ টায় ম্যাচটি শুরু হয়। চার কোয়ার্টারে ৬০ মিনিটের এই ম্যাচে জিমি-শিটুলদের সঙ্গে নবাগতদেরও উন্নতি আশাব্যঞ্জক হয়েছে বলে জানান কোচ।

প্রথম কোয়ার্টার গোলশুন্য ড্র হয়। দ্বিতীয় কোয়ার্টারে ২-০ গোলে এগিয়ে যায় কোরিয়া। পিছিয়ে থাকা বাংলাদেশ ফিরে আসে মিলন হোসেনের গোলে। তার ১০ মিনিট ব্যবধান বাড়িয়ে ৩-১ করে ফেলে স্বাগতিকরা। এরই মধ্যে নতুনদের নামিয়ে দেয় কোচ। শেষ কোয়ার্টারে আবারও ব্যবধান কমায় লাল-সবুজরা। এবার রাসেল মাহমুদ জিমির ফিল্ড গোলে ব্যবধান ৩-২ হয়। লড়াই করে সন্তোষজনক স্কোর আনে গোপিনাথানের শিষ্যরা।

বিজ্ঞাপন

খেলায় দলে অন্তর্ভূক্ত নতুন খেলোয়াড়রা ভালো ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে বলে জানান কোচ।

কোরিয়া যাওয়া বাংলাদেশের স্কোয়াড : অসীম, নিপ্পন, চয়ন, পিন্টু, খোরশেদ, শিটুল, আশরাফুল, সবুজ, সারোয়ার, রোমান, নাঈম, রাব্বি, জিমি, মিমো, মিলন, কৌশিক, আরশাদ ও রানা। টিম লিডার: রাফিউল হক, টেকনিক্যাল ম্যানেজার: মোস্তফা জামান, ম্যানেজার: মো. ইউসুফ ও কোচ: গোপিনাথান কৃষ্ণমূর্থী।

স্ট্যান্ডবাই : ইমন, বিপ্লব কুজুর, নিলয়, শিশির, মাহবুব ও রাজিব দাস।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন