বিজ্ঞাপন

চুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

August 7, 2018 | 3:52 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

চট্টগ্রাম ব্যুরো : ঈদ-উল-আযহা’র ছুটি এক সপ্তাহ এগিয়ে এনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ২১ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।

এই ছুটি আজ মঙ্গলবার (০৭ জুলাই) থেকেই কার্যকর বলে ঘোষণা দিয়েছে চুয়েট কর্তৃপক্ষ।

চুয়েটের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবাসিক হলে থাকা সকল ছাত্রকে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে হলত্যাগ করতে হবে। এছাড়া ছাত্রীদের বুধবার সকাল ১০টার মধ্যে হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

সকালে চুয়েটের উপাচার্য প্রফেসর ড. রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৭ আগস্ট পর্যন্ত চুয়েট বন্ধ থাকবে।

তবে ঈদ-উল-আযহা’র ছুটি এক সপ্তাহ এগিয়ে আনার বিষয়ে কোন ব্যাখা দেওয়া হয়নি ওই বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন

তবে নাম প্রকাশ না করার শর্তে চুয়েটের একটি সূত্র জানিয়েছে, নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি হয়েছে। চুয়েটেও এই সংক্রান্ত  অস্থিরতা তৈরির আশঙ্কায় আগেভিাগেই ঈদের ছুটি ঘোষণা করা হলো।

সারাবাংলা/আরডি/এসএমএন

 

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন