বিজ্ঞাপন

জাপানে টাইফুন ‘জেবি’র আঘাতে নিহত ১০

September 5, 2018 | 8:37 am

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

জাপানে টাইফুন  ‘জেবি’র আঘাতে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া, আহত হয়েছেন আরও ৩০০ জন। ঝড়টি দেশটির পশ্চিমাঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ১৭২ কিলোমিটার বেগে প্রবাহিত হয় বলে জানায় বিবিসি। একুয়া ওয়েদার ওয়েবসাইটের সূত্রমতে, স্থানীয় সময় মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) জাপানের বিভিন্ন উপকূলে বয়ে যাওয়া টাইফুন জেবি বিগত পঁচিশ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়।

নিরাপত্তার অংশ হিসেবে ইতোমধ্যে বারো লক্ষ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আক্রান্ত এলাকায় বিতরণ করা হয়েছে ত্রাণ সামগ্রী। ঝড়ে বিচ্ছিন্ন হয়েছে বিভিন্ন এলাকার বিদ্যুৎ সংযোগ। জাপানে ইতোমধ্যে কয়েকশ, ট্রেন ও ফেরি ও বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, টাইফুনটি ক্রমাগত দুর্বল হয়ে জাপানের উত্তরাঞ্চলে অগ্রসর হবে। তাই সেসব এলাকায় বন্যা ও ভূমি ধসের সতর্কতা জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

জাপান, টাইফুন জেবি

উল্লেখ্য, ১৯৯৩ সালের এক টাইফুন ঝড়ে জাপানে  ৪৮ জনের মৃত্যু হয়েছিল।

সারাবাংলা/এনএইচ

বিজ্ঞাপন
আরও পড়ুন:
জাপানে আঘাত হানছে টাইফুন জেবি

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন