বিজ্ঞাপন

নাইজেরিয়াতেও জাতীয় উন্নয়ন মেলা

October 6, 2018 | 8:41 am

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: সারাদেশের সঙ্গে একযোগে নাইজেরিয়ার রাজধানী আবুজাতেও অনুষ্ঠিত হলো চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা। দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন উপাদানসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য উপস্থান করা হয় এই মেলায়।

দেশটিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বৃহস্পতিবার (৪ অক্টোবর) স্থানীয় একটি অভিজাত হোটেলে হলভর্তি দর্শকদের উপস্থিতিতে মেলার উদ্বোধন করা হয়। এসময় নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান, এনডিসি ও তার সহধর্মিনী পেন্ডোরা চৌধুরী মেলায় অতিথিদের স্বাগত জানান। মেলায় আগত অতিথিদের দেশীয় ঐতিহ্যবাহী পিঠা-পুলি দিয়ে আপ্যায়ন করা হয়।

বিজ্ঞাপন

নাইজেরিয়ার বাংলাদেশ হাইকমিশন থেকে শুক্রবার (৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার সময় পাঠানো এক বার্তায় এ তথ্য জানান হয়।

বার্তায় বলা হয়, আলোচনা পর্বে হাইকমিশনার মো. শামীম আহসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ও আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন অর্জন তথ্য-উপাত্তসহ তুলে ধরেন। বক্তব্যের শুরুতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। জাতির পিতার ‘সোনার বাংলা’র স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অভিযাত্রার কথা তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্জনের ওপরে দু’টি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়াদকালে অর্জিত বিভিন্ন সাফল্যের সংক্ষিপ্ত বিবরণ সম্বলিত হাইকমিশন কর্তৃক প্রকাশিত বহুরঙের একটি পুস্তিকাও অতিথিদের মধ্যে বিতরণ করা হয়।

অতিথিদের মধ্যে নাইজেরিয়ার ন্যাশনাল কাউন্সিল ফর আর্ট অ্যান্ড কালচারের (এনসিএসি) মহাপরিচালক ওতুনবা সেগুন রুনসেয়ে বক্তব্য রাখেন।

মেলার ভেন্যুকে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন উপাদান দিয়ে সাজানো হয়। প্রধানমন্ত্রীর মেয়াদকালে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যকে উপজীব্য করে বিভিন্ন ধরনের প্রচারণা সামগ্রী/পোস্টার দিয়ে সাজানো কক্ষে একইসঙ্গে মুক্তিযুক্ত, ইতিহাস, ঐতিহ্য, পর্যটন সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে প্রকাশনা ও প্রচার সামগ্রী স্থান পায়।

বিজ্ঞাপন

এছাড়া, রফতানি দ্রব্য ও হস্তশিল্প পণ্যের জন্য ছিল আলাদা স্টল। ঐতিহাসিক বিভিন্ন অর্জন ও গুরুত্বপূর্ণ বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পৃক্ত আলোকচিত্র দিয়ে সাজানো হলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায়িত্ব গ্রহণের শুরু থেকে বর্তমান পর্যন্ত সাফল্যের একটি বিস্তৃত চিত্র তুলে ধরে, যা দেশি-বিদেশি অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।

মেলায় প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও নাইজেরিয়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, ঢাকাস্থ ন্যাশানাল ডিফেন্স কলেজে (এনডিসি) অংশগ্রহণকারী ঊর্ধ্বতন নাইজেরিয়ার সামরিক কর্মকর্তা, কূটনীতিক, সুশীল সমাজের সদস্যসহ নাইজেরিয়ার ব্যবসায়ী, বিনিয়োগকারী ও চেম্বারগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নাইজেরিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

সারাবাংলা/জেআইএল/টিআর

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন